লন্ডনে লাইসেন্স হারাতে বসেছে উবার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:34:31

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কার্যক্রম পরিচালনার লাইসেন্স হারাতে যাচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। সোমবার (২৫ নভেম্বর) লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ টিএফএল (ট্রান্সপোর্ট ফর লন্ডন) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম বলছে, নিরাপত্তা ব্যর্থতার কারণে তাদের নতুন লাইসেন্স দেওয়া হবে না। অ্যাপটি লাইসেন্সধারক হিসেবে ‘উপযুক্ত ও যথাযথ নয়’। যদিও তার পরিচালনায় বেশ কয়েকটি ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে উবার। আর এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ তারা কার্যক্রম চালাতে পারবে।

নিরাপত্তা উদ্বেগের কারণে ২০১৭ সালের অক্টোবরে প্রাথমিকভাবে উবারের লাইসেন্স নবায়নে অস্বীকৃতি জানায় লন্ডন কর্তৃপক্ষ। পরে দুই দফায় তাদের সময় দেওয়া হয়। শেষবার বর্ধিত সময় শেষ হয়েছে সোমবার। এদিন লন্ডন কর্তৃপক্ষ বলেছে, প্রতিষ্ঠানটি লাইসেন্স ধারণের যোগ্য নয়।

বিশ্বব্যাপী উবারের শীর্ষ পাঁচ বাজারের একটি লন্ডন। শহরটিতে প্রতিষ্ঠানটির প্রায় ৪৫ হাজার চালক রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরসনে গত কয়েক মাসে প্রতিষ্ঠানটি বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনে। তবে তাতে সন্তুষ্ট নয় লন্ডন কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর