'কাশ্মীরকে ইসরায়েলি মডেলে তৈরি করা হবে'

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 13:55:15

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসরায়েলি মডেলে বসতি স্থাপন করার জন্য দেশটির উচ্চপদস্থ নেতাদেরকে আহ্বান জানিয়েছেন নিউইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত সন্দ্বীপ চক্রবর্তী। রোববার (২৪ নভেম্বর) নিউইয়র্কে অবস্থান করা হিন্দু পুরোহিত ও ভারতীয় প্রবাসীদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের এক ঘণ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা ভিভেক অগ্নিহতরি। যার ফলে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অনুষ্ঠানে সন্দ্বীপ চক্রবর্তী বলেন, 'আমি মনে করি আমাদের সরকারকে কাশ্মীরে ইসরায়েলি মডেলে বসতি স্থাপন করার জন্য চাপ দেওয়া উচিত। নাহলে আমাদের কী লাভ? না হয় আমাদের কিছু সময়ের জন্য নেতৃত্ব দেওয়া হোক, তাহলে আমরা কাজটি করে ফেলবো।'


বিতর্ক মন্তব্য করা কূটনৈতিক সন্দ্বীপ চক্রবর্তী

এ সময় তিনি কাশ্মীরি সংস্কৃতি ও হিন্দু সংস্কৃতি নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে তিনি হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতার শক্তিকে সম্প্রদায় হিসেবে ব্যবহার করার পক্ষে সমর্থন করতে বলেন।

তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এখনই উত্তম সময় হিন্দু শরণার্থীদের তাদের নির্দিষ্ট জায়গায় ফেরত যাওয়ার। আপনারা সেখানে যান, সেখানে এখন গেলে আপনারা নিরাপত্তা পাবেন। আপনাদের যেতে কোনো বাঁধা নেই কারণ আমরা পৃথিবীতে এরকম অনেক মডেল দেখে আসছি। মধ্যপ্রাচ্যে এমনটিই চলে আসছে। কেন আমরা তাদের অনুসরণ করি না। যদি ইসরায়েল এমনটি করতে পারে তাহলে আমরা কেনো পারিনা?'

এ সময় তিনি ১৯৮৯ সালে হিমালয় অঞ্চলে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পরে কয়েক হাজার কাশ্মীরি হিন্দুদের দেশত্যাগের কথা উল্লেখ করেছিলেন।

এদিকে ভারতীয় কূটনৈতিকের এ বক্তব্যকে ভারত সরকারের ফ্যাসিবাদী চিন্তাধারার উদাহরণ হিসেবে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আর কাশ্মীরি সাহিত্যিক ও সাংবাদিক মির্জা ওয়াহেদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, একজন প্রবীণ ভারতীয় কূটনীতিককে এ জাতীয় আক্রমণাত্মক ও চরমপন্থী মতামত প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছিল তা কেবলই আপত্তিজনক।

চলতি বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। এরপর থেকেই দেশটিতে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হয় অঞ্চলটিকে। আর গত মাসে জম্মু কাশ্মীরকে ভেঙে দুইটি কেন্দ্র শাসিত অঞ্চলে প্রতিষ্ঠিত করা হয়।

অঞ্চলটিতে থাকা বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য মতে, অঞ্চলের ৮০ লাখ বাসিন্দাকে মৌলিক মানবাধিকার হতে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সহ কয়েক হাজারকে সাধারণ জনগণকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর