দুই সপ্তাহে সিরিয়ায় বাস্তুচ্যুত ২ লাখ ৭০ হাজার মানুষ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-23 23:10:13

সিরিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই সপ্তাহে দক্ষিণ-পশ্চিম সিরিয়া অঞ্চল থেকে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ৭০ হাজর।

জর্দানে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মুখপাত্র মোহাম্মদ হাওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘ বলছে, গত সপ্তাহে দেরা অঞ্চলে রাশিয়ার মদদে আসাদ সরকারের এই অভিযানে বোমা বিস্ফোরণ এবং বিমান হমলা থেকে প্রাণে বাঁচতে পালিয়ে যায় কমপক্ষে ১ লাখ ৭০ হাজার মানুষ। যাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন ইসরাইল এবং জর্দান সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে।

হাওয়ারী বলেন, বর্তমানে সেই সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৭০ হাজারের বেশি।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের জন্য রাশিয়া সমর্থিত আসাদ সরকারের আক্রমণে ঐ এলাকা যে যুদ্ধ চলছে তাতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

সিরিয়ায় যুদ্ধ শুরুর পর প্রায় পাঁচ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে জর্দান। কিন্তু এ কোন শরণার্থীকেই জয়াগা না দিয়ে কঠোর অবস্থানে রয়েছে ইসরাইল।

 

এ সম্পর্কিত আরও খবর