লিবীয় উপকূলে নৌকা ডুবি: নিখোঁজ অর্ধশতাধিক

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 20:38:12

লিবীয় উপকূলে মানব পাচারকারীদের অভিবাসী বোঝাই নৌকা ডুবে বহু মানুষ নিখোঁজ হয়েছেন।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা জানান, শতাধিক অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ত্রিপোলির পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরে ডুবে যায় মানব পাচারকারীদের নৌকাটি। যাদের ৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন।

এতে করে গত শুক্রবার থেকে ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১৭০ জন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, মানব পাচারকারীরা খুবই হালকা নৌযানে করে ইউরোপীয় দেশগুলোতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি ইইউ শীর্ষ সম্মেলনের পর ভূমধ্যসাগরে কড়াকড়ি আরোপ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে।

আইওএম এর লিবিয়া অঞ্চলের প্রধান ওথামান বেলবিসি বলছিলেন, লিবীয় উপকূলে অভিবাসীদের মৃতের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে।

তিনি বলেন, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

এ সম্পর্কিত আরও খবর