হিজড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিচ্ছে জাপান

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-30 01:07:55

জাপানের রাজধানীর টোকিওর একটি বিশ্ববিদ্যালয় হিজড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেবে। ২০২০ সালের এপ্রিল থেকে তারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ করবে বলে জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয় দেশের প্রথম নারী বিশ্ববিদ্যালয় যেটি তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে উচ্চ শিক্ষার সুযোগ দেয়ার গৌরব অর্জন করছে।

সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভর্তি প্রক্রিয়ার বিষয়ে পরিষ্কার ধারণা দিতে খুব শিঘ্রই সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।

মহিলাদের উচ্চশিক্ষার জন্য ১৮৭৫ সালে স্থাপিত ওকানোমিজু বিশ্ববিদ্যালয়টি জাপানের প্রথম কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।

ওকানোমিজু বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, তৃতীয় লিঙ্গের মানুষরা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে তাদের অবদমন করে রাখা ঠিক হবে না।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আরেক শিক্ষার্থী বলেন, তাদের শোয়ার কক্ষ, পোশাক-আশাক প্রসাধনের ব্যবস্থা তখন কেমন হবে সেটা নিয়ে কিছু শিক্ষার্থী হয়ত কৌতুহল থাকতে পারে।  তবে ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই। বিভিন্ন ধরনের মানুষের পদচারণয় ক্যাম্পাস মুখরিত হবে বরং এটাই বেশি আনন্দের।

প্রসঙ্গত, হিজড়া, লেসবিয়ান ও গে সম্প্রদায়ের মানুষকে জাপানের মূলস্রোতে খুব ধীরে ধীরে জায়গা দিচ্ছে সে দেশটি। কিছু কিছু শহরে নিবন্ধিত ‘সমকামী’ মানুষদের জায়গা দেয়া হয়। বেশ কিছু হাইস্কুলে ‘জেন্ডারলেস’ পোশাক ব্যবহার শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর