শরণার্থীদের জন্য জর্ডান সীমান্ত খুলে দেয়ার আহ্বান জাতিসংঘের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 18:39:02

সিরিয়ার শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিতে জর্ডান সরকারে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে জর্ডান সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়।

সম্প্রতি সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দেরা এলাকা দখলের জন্য সেখানে অভিযান অব্যাহত রেখেছে রুশ সমর্থিত আসাদ সরকার। বিমান হামলা এবং বোমা বিস্ফোরণে দেরায় প্রতিনিয়তই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সোমবার এক প্রতিবেদনে বলা হয় গত দুই সপ্তাহে দেরা অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ২ লাখ ৭০ হাজার মানুষ।

এসব মানুষ প্রাণে বাঁচতে ছুটে গেছেন ইসরাইল ও জর্ডান সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। জর্ডান এরই মধ্যে কয়েক লাখ সিরীয়কে আশ্রয় দেয়ায় সামর্থ্যগত জটিলতার কারণে আর কোন শরণার্থীকে আশ্রয় দিতে চাইছে না। আর ইসরাইল শুরু থেকে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।

এ পরিস্থিতিতে নিরুপায় শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিতে জর্ডানসহ সিরিয়ার সীমান্তবর্তী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর মুখপাত্র লিজ থ্রেসল।

তিনি বলেন সীমান্তে এখনো ৪০ হাজারেরও বেশি সিরীয় শরণার্থী আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন। মানবিক কারণে নিকটবর্তী দেশগুলোর তাদের আশ্রয় দেয়া নৈতিক কর্তব্য বলে মনে করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর