পর্যটকের গাড়ির সঙ্গে বাঘের পাল্লা!

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-22 20:47:34

জঙ্গল সাফারিতে গিয়ে বাঘের দেখা পেলে আমরা সবাই আপ্লুত হই।  আবার  বাঘের দেখা না পেলে কেমন হতাশ হয়ে যাই। তবে বাঘ দেখতে গিয়ে যদি বাঘের তাড়া খেতে হয় তাহলে কেমন লাগে একবার ভাবুন তো!

পর্যটকের সঙ্গে এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের রনথমভৌর জাতীয় উদ্যানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ১৯ সেকেন্ডের গা শিউরে ওঠা এক ভিডিও।

ভিডিওতে দেখা গেছে,  রনথমভৌর উদ্যানে বেড়াতে যাওয়া পর্যটকের সাফারি গাড়ির সামনে এসে পড়ে একটি বাঘ। বাঘটিকে দেখে গাড়ির চালক গাড়িটিকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঘটিও সমান ভাবে পাল্লা দিয়ে গাড়ির সঙ্গে দৌড়াতে থাকে।

 

গাড়িটা কিছুটা ব্যাকে যাওয়ার পর আবার সামনের দিকে এগুতে শুরু করে। চালক জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঘও তার সঙ্গে সমান পাল্লা দিয়ে গতি বাড়িয়ে দিতে থাকে। শেষমেষ যদিও গাড়ির গতির কাছে রণভঙ্গ দিতে হয় বাঘটিকে।  

এই ঘটনার পরে বন বিভাগের কর্মকর্তারা গাড়ি চালক এবং পর্যটকদের গাইডকে বনভূমি থেকে কমপক্ষে ৫০ মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন।

এদিকে সোশ্যাল মিডিয়া টুইটারে দেওয়ার পরপরই ভাইরাল হয় ভিডিওটি। অসংখ্য মানুষ ভিডিওটি দেখেন এবং নানা ধরনের মন্তব্য করেন।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর