প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করে তুরস্কে ডিক্রি জারি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:00:15

প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি কার্যনির্বাহী আদেশ জারি করেছে তুরস্ক সরকার।
 
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কার্যনির্বাহী প্রেসিডেন্ট ব্যবস্থা কার্যকরের প্রথম ধাপ হিসেবে এই ডিক্রি জারি করা হল।
 
জারি করা ডিক্রি মতে ১৯২৪ থেকে ২০১৭ সালের আইন পরিবর্তন করে বিলুপ্ত হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা। এছাড়া মন্ত্রিসভার নিয়োগ দেবে প্রেসিডেন্টের কার্যালয়।
 
এতে করে মন্ত্রিসভার কর্তৃৃত্ব থেকে মুক্তি পাবে প্রেসিডেন্ট ব্যবস্থা। 
 
গত মাসের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে একচেটিয়া জয়লাভ করে এরদোয়ান ও তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি। 

এ সম্পর্কিত আরও খবর