সুদানে সিরামিক কারাখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৩

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 07:47:00

সুদানের রাজধানী খার্তুমে এক সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সরকার থেকে এক বিবৃতিতে জানানো হয়, কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, মানুষ বাঁচার জন্য চিৎকার করতে থাকে এবং চারিদিকে ছোটাছুটি করছিল। আগুনে গোটা কারখানা পুড়ে গেছে।

দুর্ঘটনায় আহত এক শ্রমিক জানান, ঘটনাস্থলে কী হয়েছিল আমি কিছুই জানি না। আমি শুধু দৌড়ে পালিয়েছি। আমার পিছনে আরও লোক ছিল। সবাই বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। 

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, কারখানার সামনে বেশ কয়েকটি প্রাইভেট কার ছিল। যেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

দুর্ঘটনায় নিহত বেশিরভাগ মানুষ কারখানার শ্রমিক। তবে তাদের মধ্যে বেশ কিছু এশিয়ার নাগরিক আছে বলেও জানায় দেশটির পুলিশ কর্তৃপক্ষ। 

এ সম্পর্কিত আরও খবর