মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশুর জন্য কেনা একটি খেলনার বাক্সে পাওয়া গেল আধা স্বয়ংক্রিয় রাইফেল।
ভারনিকা আলভারেজ রদ্রিগজ নামের ওই মহিলা দাবি করেন, গুডউইল স্টোর থেকে উপহার সামগ্রী হিসেবে শিশুদের হাঁটার শেখার জন্য এক ধরনের খেলনা কেনেন তিনি। যেটা কিনতে তার মাত্র ১০ ডলার খরচ করতে হয়েছিল।
যখন খেলনার প্যাকটটি খোলা হয় রদ্রিগজ ও তার স্বামী বিস্মিত হয়ে পড়েন। বাক্সে তারা একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল খুঁজে পান। রাইফেলের সঙ্গে এক বাক্স গুলিও ছিল।
রদ্রিগজ বলেন, পুরো ব্যাপারটি আমাদের জন্য বিস্ময়ের। তবে আমরা আনন্দিত এই ভেবে যে এটা আমাদের কাছে নিরাপদ। কারণ আমার স্বামী সামরিক বাহিনীতে আছেন।
তিনি দাবি করেন, পুলিশ রাইফেলটি তাদের কাছে রাখার অনুমতি দিয়েছে। তবে ৯০ দিন পর্যন্ত তদন্ত চলাকালীন রাইফেলটি কোনোভাবেই হাতছাড়া করতে পারবেন না তারা।