বলিভিয়ার ‘মৃত্যুপথ’

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 15:35:51

বলিভিয়ার মৃত্যুপথ। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এই পথ বলিভিয়ার নিম্নভূমির জঙ্গল থেকে সর্পিল আকাশের দিকে ১১ হাজার ফুট উঁচুতে।

কুয়াশা, বৃষ্টি এবং পাথরের স্লাইড এই মৃত্যুপথের প্রধান আকর্ষণ। এই পথ জয় করতে এসে হাজারো অভিযাত্রীর প্রাণ গেছে। 

ভয়ানক এই পথের একপাশে পাহাড়ে দেয়াল লতায় পাতায় ঘেরা। এবং অপর পাশে গভীর খাদ। আর পাহাড়ি জলে এই পথ সব সময় পিচ্ছিল হয়ে থাকে।

বলিভিয়ার এই মৃত্যুপথের নাম উত্তর ইউঙ্গাস রোড। আমাজনের সঙ্গে লাস ইউঙ্গাসকে যুক্ত করতে ১৯৩০ সালে যুদ্ধের সময় প্যারাগুয়ের বন্দিরা এই পথ নির্মাণ করে।

১৯৯৫ সালে আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক এই পথটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক পথ হিসেবে ঘোষণা করে। ২০০৬ সালের পূর্বে এই পথে বছরে প্রায় ৩০০ অভিযাত্রী প্রাণ হারান।

এ সম্পর্কিত আরও খবর