উবারে যৌন নিপীড়নের শিকার প্রায় ৬ হাজার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:00:30

২০১৭-২০১৮ সালে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজার যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং ব্যবস্থা উবার। এর মধ্যে ২০১৮ সালে যৌন নিপীড়নের অভিযোগ ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্তের মুখে পড়েছে উবার। এর প্রেক্ষিতে লন্ডনে লাইসেন্সও হারিয়েছে প্রতিষ্ঠানটি। আর নিজেদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি রক্ষায় এ রিপোর্টটি প্রকাশ করলো প্রতিষ্ঠানটি।

উবারের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ২০১৭-২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ২.৩ বিলিয়ন রাইড শেয়ারিংয়ের মধ্যে তারা পাঁচ হাজার ৯৮১টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে শুধুমাত্র ২০১৭ সালে ১.৩ বিলিয়ন রাইড শেয়ারিং হয়েছিলো, যার মধ্যে দুই হাজার ৯৩৬টি যৌন নিপীড়নের অভিযোগ পায় তারা। আর ২০১৮ সালে তারা তিন হাজার ৪৫টি অভিযোগ পায় তারা।

উবার জানায়, রাইড শেয়ারিং ভ্রমণের ৯৯ দশমিক ৯৯ শতাংশ কোন প্রকার সমস্যা ছাড়াই শেষ হয়েছিলো।

এবিষয়ে উবারের প্রধান আইনি কর্মকর্তা টনি ওয়েস্ট বলেন, 'সুরক্ষা সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে স্বেচ্ছায় রিপোর্ট প্রকাশ করা সহজ নয়।'

তিনি আরও বলেন, 'নেতিবাচক শিরোনাম এবং জনসম্মুখে সমালোচনা থাকার ভয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরের যৌন সহিংসতার মতো বিষয় নিয়ে কথা বলেন না। কিন্তু এখন সময় এসেছে নতুন পদ্ধতি আনার।'

এদিকে যুক্তরাষ্ট্র বাদে অন্যসব দেশ নিয়ে কোন রিপোর্ট প্রকাশ করবেনা প্রতিষ্ঠানটি বলে বিবিসিকে জানিয়েছেন উবার।

উবারের এ রিপোর্টকে স্বাগত জানিয়েছেন মার্কিন জাতীয় যৌন সহিংসতা সংস্থা কেন্দ্রের প্রধান ক্যারেন বেকার। তিনি বলেন, 'রিপোর্টটির মাধ্যমে আমরা ভবিষ্যতের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কাজ করতে পারব।'

উবারের ব্যবসায়িক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের লিফট ও চীনা প্রতিষ্ঠান দিদির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা করা উবারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর আগে সুরক্ষা ব্যবস্থার শর্ত পূরণ করতে না পারায় চলতি বছরের নভেম্বরে উবারের লাইসেন্স বাতিল করে লন্ডন সরকার। তবে প্রতিষ্ঠানটি লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করেছে এবং প্রক্রিয়া চলাকালীন সময়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর