টাকা নয়, পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাড়া মেটানো!

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:50:34

পেঁয়াজ। দাম বৃদ্ধির কারণে বর্তমানে বাংলাদেশসহ প্রতিবেশী দেশ ভারতেও অনেক মূল্যবান একটি পণ্য। অনেকেই মজা করে পেঁয়াজকে সোনাদানার সঙ্গেও তুলনা করেছেন। সম্প্রতি বিয়ের অনুষ্ঠানে টাকার বদলে পেঁয়াজ দেওয়া থেকে শুরু করে চুলার উপরে পেঁয়াজ ঝুলিয়ে রান্না করার মত অনেক ভিডিওই ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এবার ভাইরাল হলো ভারতে টিকটকে বানানো অটোতে পেঁয়াজ দিয়ে ভাড়া মেটানোর ভিডিও।

ভিডিওটিতে দেখা গেছে, অটো রিকশায় আরোহণ করছে এক যাত্রী। অটো রিকশা থেকে নেমেই সে যাত্রী টাকার বদলে অটোচালককে ভাড়া হিসেবে ধরিয়ে দিলেন একটি বড় পেঁয়াজ। এবং বললেন, খুচরো দিতে। খুচরো ফেরত দিতে গিয়ে অটোচালক যাত্রীর হাতে ধরিয়ে দেন ছোট আকারের দুটো। ভারতের এই ভিডিওটিতে ইতিমধ্যেই ২ লাখেরও বেশি লাইক পড়েছে।

ভিডিওটি নিয়ে দেশটির গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করেছ। এতে বলা হয়েছে, এখানে একজন অটোচালক বুঝিয়ে দিয়েছে আগামী দিনগুলোতে টাকা পয়সার প্রয়োজন হবেনা। মানুষ প্রাচীনকালের মতো বিনিময় প্রথায় ফিরে যাবে। আর দাম বৃদ্ধির কারণে মানুষের মধ্যে বিনিময়ের মাধ্যম হবে এই পেঁয়াজ।

এ সম্পর্কিত আরও খবর