বাগদাদে বন্দুকধারীর গুলিতে নিহত ১৯

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 06:48:40

ইরাকের রাজধানী বাগদাদে চলমান সরকারবিরোধী আন্দোলনে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়েছে। তাহরির স্কয়ারে গুলি চালানোর সঙ্গে ছুরিকাঘাতও করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি।

শুক্রবার (৬ ডিসেম্বর) এ ঘটনায় ১৯ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার পিকআপে করে এসে বন্দুকধারীরা আল-সিনাক সেতুর কাছে একটি ভবনে হামলা চালায়। ওই ভবনে বিক্ষোভকারীরা জমায়েত হয়েছিল। বন্দুকধারীরা জোরপূর্বক ভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দেয় ও তাজা গুলি চালায় তাদের ওপর।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো ফুটেজে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে ভবনটিতে আগুন লাগিয়ে দিতে দেখা যায়।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় এটিই সবচেয়ে ভয়াবহ ঘটনা। গত ১ অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সহিংসতায় এখনও পর্যন্ত চারশ বিক্ষোভকারী নিহত ও দু হাজারের বেশিজন আহত হয়েছে।

বিক্ষোভের মুখে নভেম্বর মাসের শেষ সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ১ ডিসেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করে।

এ সম্পর্কিত আরও খবর