বরফ গলছে না সৌদি-কাতার সম্পর্কের!

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:02:56

শুরু হয়েছে ৪০তম পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলন। সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি। তার পরিবর্তে অংশ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি।

কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি বা কিউএনএ মঙ্গলবার জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গত সপ্তাহে সৌদি আরবের  বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ কাতারের আমির শেখ তামিমকে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান।

প্রায় আড়াই বছর ধরে সৌদি এবং কাতারের সম্পর্কে চরম অবনতি ঘটেছে। সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে সৌদি, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করে।

এই আমন্ত্রণ প্রত্যাখ্যানে দোহা ও রিয়াদের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন অবসান হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় কাতার ও সৌদি আরবের সম্পর্কের বরফ গলছে না। 

এ সম্পর্কিত আরও খবর