গুজরাট দাঙ্গায় মোদির হাত নেই: তদন্ত প্যানেল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-31 18:32:51

২০০২ সালের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় নরেন্দ্র মোদি কোনোভাবে সম্পৃক্ত নয় বলে তদন্ত কমিশন তার প্রতিবেদনে উল্লেখ করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি জেটি নানাভাতি ও অক্ষয় মেহতার কমিশন বলেছে, রাজ্যের কোনো মন্ত্রী দাঙ্গায় প্ররোচনা বা উসকে দিয়েছে-এমন কোনো প্রমাণ নেই।

একই সঙ্গে দায়িত্ব অবহেলা ও মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন। তিন দিন ধরে চলা দাঙ্গা রুখতে না পারায় পুলিশের ‘অদক্ষতা ও দায়িত্বে আগ্রহের অভাব’ ছিল বলে মন্তব্য করেছে কমিশন।

তবে, কমিশন এটিও বলেছে, পর্যাপ্ত সংখ্যক লোকবল ও অস্ত্রের অভাবেও পুলিশ পদক্ষেপ নিতে পারেনি।

প্রতিবেদন জমা দেওয়ার পাঁচ বছর পর বৃহস্পতিবার সেটি গুজরাটের বিধানসভায় বুধবার (১১ ডিসেম্বর) উত্থাপন করা হয়।

নানাভাতি কমিশন নামে পরিচিত ওই তদন্ত কমিশনের ১৫শ পাতার প্রতিবেদনটি ৯টি ভলিউমে প্রকাশ করা হয়েছে। ২০১৪ সালে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল কমিশন। ২০০৮ সালে প্রতিবেদনের প্রথম অংশ জমা দিয়েছিল কমিশন।

গুজরাটের দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের অধিকাংশই ছিল মুসলিম।

দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মোদি এ কমিশনকে দায়িত্ব দেয় দাঙ্গার তদন্তের জন্য।

এ সম্পর্কিত আরও খবর