আলজেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:16:12

দুই বার স্থগিত করার পর অনুষ্ঠিত হচ্ছে আলেজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়। শুক্রবারের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

তবে বিক্ষোভ ঘটিয়ে সরকারের পতন ঘটানো বিরোধীরা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। তারা অভিযোগ করছে, এ নির্বাচনের মাধ্যমে আগের সরকারকে ফিরে আনার পাঁয়তারা চলছে।

যতদিন না আগের সরকারের ব্যক্তিরা ক্ষমতা থেকে সরে যাচ্ছেন এবং রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধ না হচ্ছে ততদিন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হবে না বলে দাবি তাদের।

বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে যারা লড়াই করছেন তারা আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত।

চলতি বছরের এপ্রিলে দুই দশক ধরে ক্ষমতায় থাকা আব্দেলআজিক বৌতেফ্লিকারের পদত্যাগের পর এ নির্বাচন হচ্ছে। জনবিক্ষোভের মুখে বৌতেফ্লিকার পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দুবার নির্বাচনের সময় ঠিক করা হলেও বিক্ষোভের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

জয়ের জন্য প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় লড়বেন এগিয়ে থাকা দুই প্রার্থী। আলজেরিয়ার ভোটার সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি।

এ সম্পর্কিত আরও খবর