দুই সংখ্যায় দাঁড়িয়েছে ভারতের খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফিতি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 21:24:16

ভারতে খাদ্যদ্রব্য ও পণ্যের মুদ্রাস্ফিতি ১০.০১ শতাংশে পৌঁছে গেছে। নভেম্বর থেকে খাদ্যদ্রব্য ও নিত্যপণ্যের বাজার দরে ক্রেতাদের অস্বস্তি বেড়ে যায়।

ছয় বছর আগে ২০১৩ সালের ডিসেম্বরে এ খাতে মুদ্রাস্ফিতি একই হারে বেড়েছিল। তবে, চলতি বছরে যেন ঘোড়দৌড়ের মতো বেড়েছে মুদ্রাস্থিতি।

আগস্টে ছিল মাত্র ২.৯৯ শতাংশ। এটি সেপ্টেম্বরে বেড়ে হয় ৫.১১ শতাংশ এবং অক্টোবরে বেড়ে দাঁড়ায় ৭.৮৯ শতাংশ। নভেম্বর মাসে ১০.০১ শতাংশে পৌঁছে গেছে।

ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণ আবহাওয়ার পরিবর্তন বা খরা নয়। এর কারণ হিসেবে এনডিটিভি বলছে, অসময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। আর এতেই নিত্য ভোগ্যপণের দাম বেড়েই চলেছে।

এনডিটিভির রিপোর্ট অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত নরেন্দ্র মোদির সরকারের সময় ভোগ্যপণ্যের দাম অনেকটা স্বাভাবিক ছিল। অধিকাংশ পণ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে ছিলে। ২০১৪ সালের জুন থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত গড়ে ভোগ্যপণ্যের মূল্যস্থিতি ছিল ৩.২৬ শতাংশ। ওই সময় খুচরা বাজারে গড়ে মুদ্রাস্ফিতি ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর