এবার জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:51:20

নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংসদে গৃহীত হওয়ার পর আসাম রাজ্যে সহিংসতা চলেছে। এর মধ্যেই ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আগামী সপ্তাহে তার ভারত ভ্রমণের কথা ছিল।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টুইট পোস্টে জানান, এই সফরের দিনক্ষণ নতুন করে নির্ধারণ করা হবে।

এর আগে ভারত সফর বাতিল করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং অ্যাবের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একটি জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সহিংস আন্দোলনের মধ্যে এই সফর বাতিল করা হয়ে থাকতে পারে।

এ সম্পর্কিত আরও খবর