মালা বদলে পেঁয়াজ-রসুন!

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 15:52:58

পেঁয়াজের ঝাঁজে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। নতুন নতুন পেঁয়াজকাণ্ড ঘটছে সর্বত্র। আর পেঁয়াজের দাম বৃদ্ধির এক অভিনব প্রতিবাদ করেছে ভারতীয় এক নব দম্পতি।

বিয়ের রীতি অনুযায়ী বর ও কনে তারা দু’জন দু’জনকে ফুলের মালা দিয়ে মালা বদল করে। কিন্তু সে রীতি ভঙ্গ করে ফুলের বদলে পেঁয়াজ ও রসুন দিয়ে মালা বদল করলো ওই দম্পতি। ভারতের উত্তর প্রদেশের বানারসে এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। নতুন বিবাহিত এ দম্পতির দাবি, পেঁয়াজসহ সকল নিত্য প্রয়োজনীয় দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ হিসেবে তারা এ কাজ করে।

এদিকে, প্রতিবাদের অংশ হিসেবে বিয়েতে আসা বেশিরভাগ অতিথি ওই দম্পতিকে পেঁয়াজ উপহার দিয়েছে।

এ বিষয়ে ভারতের সমাজওয়াদি পার্টির নেতা কামাল পাটেল বলেন, ‘গত মাস থেকে আকাশছোঁয়া দাম পেঁয়াজের। এখন মানুষ পেঁয়াজকে সোনার মতো ভাবতে শুরু করেছে।’

সমাজওয়াদি পার্টির আরেক নেতা সত্য প্রকাশ বলেন, ‘পেঁয়াজের উচ্চমূল্যের বিরোধিতা করতে নতুন দম্পতি এই সিদ্ধান্ত নিয়েছে। তারা পেঁয়াজ এবং অন্যান্য খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া দামের বিরোধিতা করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে।’

এ সম্পর্কিত আরও খবর