আলোচনার জন্য উত্তর কোরিয়াকে আহ্বান জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন বাইগুন। সোমবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি উত্তর কোরিয়াকে উদ্দেশ্যে করে বলেন, 'আমাদের কাজ করার সময় এসেছে। 'আমরা এখানেই আছি, আসুন আলোচনায় বসা যাক। আপনারা জানেন কীভাবে আমাদের কাছে আসতে হবে।'
সিওলের উপগ্রহ উৎক্ষেপণ স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরেই যুক্তরাষ্ট্র থেকে তাদের এই আমন্ত্রণ দেওয়া হলো।
এদিকে উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সঙ্গে একটি পরমাণু চুক্তি নিয়ে সমঝোতা করবে বলে জানিয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে আলোচনায় বসবে না পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার এ বক্তব্যকে নেতিবাচক ও অপ্রয়োজনীয় বলে জানিয়েছেন বাইগুন। তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের একটি লক্ষ্য রয়েছে, আমরা চাই আলোচনায় বসতে। কিন্তু সময়সীমা দিয়ে আলোচনা হয়না।'
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরমাণবিক কর্মসূচি সম্পূর্ণ রুপে বাতিল না করা পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। আর উত্তর কোরিয়া জানায়, যদি যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য অফার না দেয় তাহলে আমরা নতুন পন্থা খুঁজে নিবো।
ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না এমন বক্তব্যের পর থেকে পিয়ংইংয় নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে থাকে। সর্বশেষ তারা উপগ্রহ উৎক্ষেপণ স্থান থেকে দুটি পরীক্ষা চালিয়েছে। কিন্তু পরীক্ষা দুটি কিসের ছিলো তা নিয়ে কিছুই বলেনি দেশটি।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুবার পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই দেশের প্রধান আলোচনায় বসেন। কিন্তু কোন ফলাফল ছাড়ায় আলোচনা সমাপ্ত হয়। এছাড়া চলতি বছরের দুই দেশের ঊর্ধ্বতন কূটনৈতিকগণও আলোচনায় বসেন। কিন্তু এতেও কোন ফলাফল বের হয়নি। আর পারমাণবিক অস্ত্র ও বিভিন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।