বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতম স্থান খুঁজে পেতে সমর্থ হয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় ডেনমান গ্লেসিয়ারের ৩৫০০ মিটার নিচে এই স্থান খুঁজে পেয়েছেন।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়ে বলে খবর প্রকাশ করে বার্তা সংস্থা আনাদুলু। এই গবেষণাটি ন্যাচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৬৭ সাল থেকে ১৯টি গবেষণা প্রতিষ্ঠান বরফের স্তর নিয়ে তথ্য সংগ্রহ শেষে এই গবেষণাপত্র প্রকাশ করে।
গবেষকদের দলটির নেতৃত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আর্থ সিস্টেম সায়েন্স বিভাগের অধ্যাপক ম্যাথিউ মরলিগহেম।
ন্যাচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, এই স্থানে কোনো পানি না থাকলেও রয়েছে বরফের স্তর। এর দৈর্ঘ্য ১০০ কিলোমিটার এবং প্রস্থ ২০ কিলোমিটার।