প্রায় ছয় হাজার বছর পূর্বে স্ক্যান্ডিনেভিয়ায় বসবাসরত একজন নারীর মুখাবয়ব আঁকতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা। জিনোম থেকে এই ছবিটি আঁকা হয়েছে। এই নারীর চিবানো কোনো পদার্থ থেকে তার জেনেটিক কোড বের করা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এটাই প্রথমবার যাতে মানুষের হাড় ব্যতীত অন্য কোনো বস্তু থেকে মানুষের জিনোম বের করা হলো।
বিবিসি বলছে, ছয় হাজার বছর পূর্বের এই নারীর ত্বক ছিল শ্যাম বর্ণের। এছাড়াও এই নারীর ছিল বাদামী চুল এবং নীল চোখ।
কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হানেছ স্ক্রোডার বলেন, তখনকার সময়ে কোনো গাছে আঠালো বস্তু থেকে এই জিনোম উদঘাটন করা গেছে। এটি আদি ডিএনএর মূল্যবান উৎস হিসেবে বিবেচিত।
তিনি বলেন, এটা সত্যিই চমৎকার যে, হাড় ছাড়া অন্য কোনো বস্তু থেকে পূর্ণাঙ্গ মানুষের জিনোম আবিষ্কার সম্ভব হয়েছে।
আদি নারীর সম্পূর্ণ জেনেটিক কোড বা জিনোম থেকে এটা উদঘাটন সম্ভব হয়েছে যে, তিনি দেখতে কেমন ছিলেন। জেনেটিকভাবে শিকারি গোষ্ঠীর সঙ্গে এই নারীর অনেকটা মিল রয়েছে, যারা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে বসবাস করত। তার ছিল কালচে ত্বক, বাদামী চুল এবং নীল চোখ।
এই নারী পাথর যুগে বাল্টিক সাগরে ডেনমার্কের কোনো দ্বীপে হয়তো বসবাস করতেন। কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।