ভারতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা সাউ শিক্ষকদের নিন্দা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 03:21:09

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের (সাউ) শিক্ষকেরা।

সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-এর অর্থায়নে চলে সাউ। বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগের ভারতীয় ও বিদেশি ২৮ জন শিক্ষক সম্মিলিতভাবে এক বিবৃতি দিয়েছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিউ দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের নিম্নস্মাক্ষরকারী শিক্ষকেরা জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।‘

এতে আরও বলা হয়, ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পুলিশের প্রবেশ ও নাগরিকত্ব (সংশোধনী) আইন-২০১৯ (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) এর বিরোধিতাকারী বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে ওপর হামলা ও তাদের আটক করার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে উঠে এসেছে।’

বিশ্ববিদ্যালয় অঙ্গনকে মুক্ত ও সমালোচনাবাদী চিন্তা-চেতনার সূতিকাগার হিসেবে উল্লেখ করেন বিবৃতিতে সই করা শিক্ষকেরা। বিবৃতিতে বলা হয়, ‘শান্তিপূর্ণভাবে সিএএ ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তির প্রয়োগ ভারতের সংবিধানে নিশ্চিত করা শান্তিপূর্ণ বিক্ষোভ, মতপ্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতাকে লঙ্ঘন করে।’

দেশজুড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা বন্ধ করতে ভারত সরকারের প্রতি বিবৃতির মাধ্যমে আহ্বান জানান সাউয়ের শিক্ষকেরা। তারা একই সঙ্গে এরই মধ্যে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত চালাতে সরকারকে আহ্বান জানান। তারা দুষ্কৃতিদের চিহ্নিত, যথাযথ ব্যবস্থা নেওয়া ও আইনের শাসনের প্রতিষ্ঠা করতেও সরকারের প্রতি দাবি তুলেন।

বিবৃতিতে সই করা শিক্ষকেরা হলেন -

১. অমিত ব্যানার্জি - কম্পিউটার বিজ্ঞান
২. অনির্বাণ দাসগুপ্ত – অর্থনীতি
৩. অঙ্কুর দত্ত - সমাজবিজ্ঞান
৪. বিজয় চাঁদ চ্যাটার্জি - কম্পিউটার বিজ্ঞান
৫. বিন্ময় গোস্বামী - অর্থনীতি
৬. দানিশ লোহানী - গণিত
৭. ধনঞ্জয় ত্রিপাটি - আন্তর্জাতিক সম্পর্ক
৮. দিয়া মেহেরা - সমাজবিজ্ঞান
৯. ইরফানউল্লাহ ফারুকী - সমাজবিজ্ঞান
১০. ইশিতা দে - সমাজবিজ্ঞান
১১. জয়শ্রী বিবেকানন্দ – আন্তর্জাতিক সম্পর্ক
১২. মাল্লিকা শাকিয়া - সমাজবিজ্ঞান
১৩. মেধা বিশ্ট – আন্তর্জাতিক সম্পর্ক
১৪. মুহাম্মদ আবুলাইশ – কম্পিউটার বিজ্ঞান
১৫. নবারুন রায় - আন্তর্জাতিক সম্পর্ক
১৬. নম্রতা গুলাটি - অর্থনীতি
১৭. প্রবাস রঞ্জন – আইন অধ্যয়ন
১৮. প্রণব কে মুহুরি – কম্পিউটার বিজ্ঞান
১৯. রবি কুমার - সমাজবিজ্ঞান
২০. সাই রামানি গারিমালা - আইন অধ্যয়ন
২১. শশাঙ্ক পেরেরা - সমাজবিজ্ঞান
২২. শ্বেয়তা সিং – আন্তর্জাতিক সম্পর্ক
২৩. সৌমিতা বসু – আন্তর্জাতিক সম্পর্ক
২৪. সৌম্য দত্ত – অর্থনীতি
২৫. শ্রী নিবাস বোরা - আইন অধ্যয়ন
২৬. স্টেলিনা জোলি - আইন অধ্যয়ন
২৭. সুনীল কুমার - অর্থনীতি
২৮. যুবরাজ পোখরেল - জীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি

এ সম্পর্কিত আরও খবর