মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের পোশাক পরে ভাইরাল স্কুলশিক্ষিকা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 02:28:00

স্প্যানিশ এক স্কুলশিক্ষিকা বায়োলজির ক্লাস নেওয়ার সময় মানুষের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের ছাপানো পোশাক পরে ভাইরাল হয়েছিলেন।

বাচ্চাদের মজাদার এবং সহজ করে বায়োলজি বোঝার জন্য এমন পোশাক পরেছিলেন ওই শিক্ষিকা।

৪৩ বছর বয়সী এই স্কুলশিক্ষিকা জানান, বাচ্চাদের পক্ষে অভ্যন্তরীণ অঙ্গগুলো সর্ম্পকে কল্পনা করা কঠিন। তাই আমি ভেবেছিলাম শিক্ষার্থীদের যদি সহজ করে বোঝানো যায়, তাই এমন একটি পোশাক পরেছিলাম।

কিন্তু পোশাকটি এইভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে কল্পনা করিনি।

নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, ভেরোনিকা ডিউক নামের এই স্কুলশিক্ষিকা ১৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। তিনি বিজ্ঞান, ইংরেজি, শিল্প, সামাজিক গবেষণা এবং স্প্যানিশের মতো বিভিন্ন বিষয়ে পড়িয়েছেন।

এর আগেও তিনি ইতিহাস বিষয়ে পড়ানোর সময় ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়ার মতো ব্যাকরণ বোঝাতে কার্ডবোর্ডের মুকুট পরেছিলেন।

ভেরোনিকার স্বামী তার স্ত্রীর এমন কাণ্ডে গর্বিত হয়ে বলেছেন, আমার স্ত্রী ছাত্রদের কাছে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো সহজ করে দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর