দুই সপ্তাহে সিরিয়ায় আড়াই লাখ মানুষ ঘরছাড়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:28:26

গত দুই সপ্তাহে সিরিয়ার ইদলিব থেকে প্রায় আড়াই লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ গত শুক্রবার এ তথ্য জানায়।

এক বিবৃতিতে অফিস ফর দ্য কো অরডিনেশন অ্যাফেয়ার্স বলছে, গত ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার শিশুসহ ২ লাখ ৩৫ হাজারের অধিক মানুষ তাদের ঘর ছেড়ে গেছে।

ইদলিবে বসবাসরত ৩ মিলিয়ন বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিয়ে জাতিসংঘ শঙ্কিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আশেপাশের শহরগুলো থেকে জনগণ নিরাপত্তাজনিত কারণে দূরে সরে গেছে।

গত ২৪ ডিসেম্বর একটি বিমান হামলায় আক্রান্ত লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে সরে গেছে। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়। যুদ্ধের কারণে লোকজনের ঘরবাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে লোকজন পালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ বলছে, গত সপ্তাহে এক লাখ নাগরিক যারা বাস্তুচ্যুত হয়েছে, তারা আশ্রয়কেন্দ্রে, তাঁবুতে কিংবা আশ্রয় না পেয়ে খোলা আকাশের নিচে বাস করছে। এপ্রিলের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে গেছে। এই সময়ে নিহত হয়েছে ১৩৩০এর বেশি বেসামরিক।

জাতিসংঘের হিসেবে, ২০১১ সালে বাশার-আল-আসাদের শাসনের অবসান হলে সিরিয়া ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। তখন থেকে লাখো বেসামরিক নিহত হয়েছে। প্রায় এক কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর