ট্রাম্প জিতলে হোয়াইট হাউস ছাড়বে ইভাঙ্কা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 07:17:46

২০২০ সালের মার্কিন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে হোয়াইট হাউস থেকে চলে যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের মেয়ে এবং উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।

আমেরিকার বেসরকারি টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইভাঙ্কা ট্রাম্প।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার বাবা আবার জিতলে তিনি প্রশাসনে দায়িত্ব পালন করবেন কিনা? এর জবাবে ইভাঙ্কা বলেন, আমার সন্তানেরা আমার কাছে প্রথম এবং সর্বাধিক প্রাধান্য পাবে। আমার সিদ্ধান্তগুলো তাদের চাহিদা মত হবে এবং যেকোনো সময় এর পরিবর্তন হতে পারে।

সিবিএসের 'ফেইস দ্য নেশন' অনুষ্ঠানে তিনি আরও বলেন, গত আড়াই বছরে নির্বাচনী ক্যাম্পেইনে আমি সকল স্টেটে গিয়েছি। এটি সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা অনেক কাজ করেছি। কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে বলে জানান ৩৮ বছর বয়সী ইভাঙ্কা।

নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের উপদেষ্টা বলেন, সত্যি বলতে আমার জন্য রাজনীতি কম আকর্ষণীয়।

প্রসঙ্গত, ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার দুজনই ২০১৭ সাল থেকে ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করছেন। এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারেও এই জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সম্পর্কিত আরও খবর