রেলপথে যুক্ত হচ্ছে ইরান ও আফগানিস্তান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 17:31:23

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আফগানিস্তানের মধ্যে রেল লাইন নির্মাণের কাজ চলছে। আগামী মার্চ নাগাদ দেশ দুটি রেলপথে সংযুক্ত হচ্ছে।

সম্প্রতি ইরানের পরিবহন উপমন্ত্রী আব্বাস খাতিবি পার্সটুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় কাহফ শহর থেকে আফগানিস্তানের হেরাত শহর পর্যন্ত ১৯১ কিলোমিটার রেল লাইনের নির্মাণ কাজ শেষের দিকে রয়েছে। কাজ শেষ হলে ইরান ও আফগানিস্তানের মধ্যে রেল চলাচল শুরু হবে।

ইরান তার অভ্যন্তরীণ ১৩৯ কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ শেষ করেছে। রেল যোগাযোগ শুরু হলে দু দেশের আন্তঃবাণিজ্য সম্পর্ক বিরাটভাবে বেড়ে যাবে। শুধুমাত্র আফগানিস্তান নয়, রেল যোগাযোগ শুরু হলে ইরান এশিয়ার অন্যান্য দেশেও তাদের যোগাযোগ বাড়াতে চায়।

এ সম্পর্কিত আরও খবর