‘আক্রমণাত্মক’ পদক্ষেপ গ্রহণে কিমের আহ্বান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 22:16:48

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে ‘ইতিবাচক ও আক্রমণাত্মক পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

বিবিসি বলছে সপ্তাহ শেষে সোমবার (৩০ ডিসেম্বর) পিয়ং ইয়ং-এ দ্য ওয়ার্কার্স পার্টির সভায় তিনি এ আহ্বান জানান।

কিম ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেও তার ধরন সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি।

আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা বন্ধ করে প্রধান প্রধান অস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে বলে যখন জল্পনা চলছিল, তখন কিম এই মন্তব্য করলেন।

আমেরিকা বলছে, এটি হতাশাজনক। বছরের শেষে যদি ওয়াশিংটন পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনায় ব্যর্থ হয়, তবে উত্তর কোরিয়া ‘ভিন্ন ব্যবস্থা’ নিতে বাধ্য হবে বলে পিয়ং ইয়ং হুঁশিয়ারি দেয়।

এ সম্পর্কিত আরও খবর