প্রিয়াঙ্কাকে বহন করা স্কুটার চালকের জরিমানা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:46:08

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বহন করা স্কুটার চালককে গুনতে হচ্ছে জরিমানা। ওই স্কুটার চালককে ছয় হাজার ৩০০ রুপি জরিমানা করেছে দেশটির ট্রাফিক পুলিশ।

দেশটির ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, স্কুটারে থাকা অবস্থায় প্রিয়াঙ্কা ও চালক কারো মাথায় হেলমেট ছিলো না। ট্রাফিক আইন অনুসারে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেলমেট পড়া বাধ্যতামূলক। যার ফলে তাকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: অদম্য প্রিয়াঙ্কা গান্ধী!

প্রসঙ্গত, শনিবার (২৮ ডিসেম্বর) নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় গ্রেফতার হওয়া সাবেক এক পুলিশ কর্মকর্তাকে দেখতে তার বাড়িতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু রাস্তায় তাকে আটকে দেয় উত্তর প্রদেশের পুলিশ। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন সে। কিন্তু গাড়ি থেকে নেমে তিনি হাঁটা শুরু করলে এক পুলিশ কর্মকর্তা তার গলা টিপে ধরেন ও তার সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। এমন সময় নিজ দলের এক কর্মীর স্কুটারে উঠে এগিয়ে যেতে থাকেন তিনি। মাঝপথে আবার পুলিশ তাকে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে এরপর পায়ে হেঁটে চলে যান ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে।

আরও পড়ুন: ‘সিএএ খারাপ লাগলে পাকিস্তান চলে যাও’

এ সম্পর্কিত আরও খবর