যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক চুক্তির সময় নির্ধারণ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 06:16:36

বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক চুক্তির সময় নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প জানান, '১৫ জানুয়ারি আমাদের প্রথম পর্যায়ের চুক্তি হবে। চীন থেকে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধির উপস্থিতিতে এই চুক্তি হবে। আর ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হবে।'

এছাড়া তিনি আরও বলেন, 'দ্বিতীয় পর্যায়ে চুক্তির জন্য সামনের সময়ে আমি বেইজিংয়ে যাবো। সেখানে আলোচনার পরে আমাদের দ্বিতীয় ধাপের চুক্তি হবে।'

ট্রাম্পের টুইট, ছবি:বিবিসি

এর আগে চুক্তিটির অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধির পরিকল্পনা বন্ধ করে দেয়।

দুই দেশের বাণিজ্য যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষ তাদের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি।

তবে নতুন বছরের এই চুক্তির ফলে বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটবে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

এ সম্পর্কিত আরও খবর