ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে শক্ত সম্পর্ক চায় ফ্রান্স

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:20:06

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে শক্ত সম্পর্ক রাখতে চান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের প্রাক্কালে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন। খবর ডেইলি সাবাহ।

ম্যাক্রোঁ বলেন, যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রস্থান আমাদের জন্য একটি পরীক্ষা। আমি চাই দুদেশের মধ্যে শক্ত সম্পর্ক অটুট থাকুক।

২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।

এ সম্পর্কিত আরও খবর