নারীর হাত চেপে ধরার জন্য ক্ষমা চাইলেন পোপ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 16:22:43

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিস শিশু এবং তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানাতে গেলে এক নারী তার হাত ধরে ফেললে নিজেকে ছাড়ানোর জন্য তিনি সেই নারীর হাত চেপে ধরে থাপ্পড় মারেন। পোপ ফ্রান্সিস এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বুধবার (১ জানুয়ারি) ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, ওই নারী যখন আমার হাত টেনে ধরে তখন আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। তাই এই ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি।

পোপ ফ্রান্সিস বলেন, নারীদের প্রতি এই ধরনের ব্যবহারের জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। হঠাৎ করে ভিড়ের মধ্যে কেউ একজন আমার হাত ধরে টান দেওয়ায় আমি ধৈর্য হারিয়ে এই ঘটনা ঘটিয়েছি।

জানা যায়, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে যাওয়ার সময় দুপাশের ভিড়ের মধ্যে থাকা শিশুদের দিকে তার হাত বাড়িয়ে দিচ্ছিলেন। এই সময় এক নারী হঠাৎ পোপের হাত ধরে তার দিকে টানার চেষ্টা করে। এতে পোপ ক্ষিপ্ত হয়ে ওই নারীর হাত ছাড়ানোর জন্য থাপ্পড় মারতে শুরু করেন।

তবে সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী দৃশ্যত পোপের হাত ধরে ক্রুশের চিহ্ন তৈরি করছিলেন। এ সময় তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন।

তবে এই নারীর পরিচয় জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর