দায়মুক্তি পেতে পার্লামেন্টের দ্বারস্থ নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 02:12:28

দুর্নীতির তিনটি মামলা থেকে দায়মুক্তি পেতে পার্লামেন্টের সদস্যদের দ্বারস্থ হলেন ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১ জানুয়ারি) দায়মুক্তি চাওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র চার ঘণ্টা আগে টেলিভিশন ভাষণে দায়মুক্তির অনুরোধ করেন তিনি।

ভাষণে তিনি বলেন, দায়মুক্তি হবে আইন অনুযায়ী। আর আমার উদ্দেশ্য আপনাদের সেবা করা এবং ইসরায়েলের সেবা করা।

এর ফলে পার্লামেন্টে ভোটাভুটির আগে নেতানিয়াহুর আর কোনো বিচারকার্য হবে না।

চলতি মাসে নেতানিয়াহুর তিনটি দুর্নীতির মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আর গত নভেম্বরে দুর্নীতি, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিলো তাকে। এছাড়া তার বিরুদ্ধে ইসরায়েলি মিডিয়াকে অনৈতিকভাবে রাষ্ট্রীয় অনুদান দেওয়ার অভিযোগও আনা হয়।

তবে সকল অভিযোগকে অস্বীকার করে আসছে নেতানিয়াহু। তিনি বলেন, আমি গণমাধ্যমের জাদুকারী ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এদিকে দায়মুক্তি পেতে হলে পার্লামেন্টের সদস্যদের ভোটে প্রস্তাবটি পাশ হতে হয়। কিন্তু তিনটি নির্বাচনের পরেও কোনো দল সরকার গঠন করতে না পারায় বর্তমানে ইসরায়েলের কোনো পার্লামেন্ট নেই।

চলতি বছরের মার্চে নির্বাচন হবে ইসরায়েলে। তারপরেই এই প্রস্তাবটি পার্লামেন্টে উঠানো হবে। আর পার্লামেন্টে দায়মুক্তিটি পাস হতে হলে ১২০টি ভোটের মধ্যে ৬১টি ভোট পেতে হবে নেতানিয়াহুকে। আর যদি ভোটে সে যথেষ্ট পরিমাণ ভোট না পায় তাহলে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হবে তাকে।

এ সম্পর্কিত আরও খবর