ইরাক ত্যাগের নির্দেশ মার্কিন নাগরিকদের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-14 14:41:39

ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া।

ইরাকে স্থানীয় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, 'যতদ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের প্লেনের মাধ্যমে ইরাক ছাড়া উচিত। তা সম্ভব না হলে সড়ক যোগে অন্য যেকোনো দেশে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।'

আরো পড়ুন: ট্রাম্পের নির্দেশেই কাসিমকে হত্যা

উল্লেখ্য শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে ইরানের জেনারেল কাসিম সোলেমানিসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

আরো পড়ুন: বাগদাদে রকেট হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত

এদিকে এই হামলার পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের জেনারেল কাসিম সোলেমানিকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরাক ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছিলেন কাসিম। এমনকি কয়েকশ আমেরিকান সেনা হত্যার জন্য দায়ী ছিল কাসিম ও তার কুদস বাহিনী।

এ সম্পর্কিত আরও খবর