মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ সামলাতে পারবো না বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (৩ জানুয়ারি) ইরানি কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানিকে হত্যার পর এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র এ কথা জানান।
বিবৃতিতে জানানো হয়, এটি এমন একটি মুহূর্ত যেসময় বিশ্বনেতাদের সর্বোচ্চ সংযম ব্যবহার করা উচিত। বিশ্ববাসীর পক্ষে পারস্য উপসাগরে আরেকটি যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয়। তবে তিনি সোলাইমানি হত্যাকাণ্ডের কোনো নিন্দা জানানি।
এর আগে শুক্রবারে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি। এ সময় নিহত হয় আরও সাতজন। এই হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর সকল মার্কিন নাগরিককে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
এদিকে সোলাইমানি হত্যায় কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।