ভুল ভিডিও পোস্ট করে বিপাকে ইমরান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 11:18:29

ভারতে মুসলমানদের ওপর হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া টুইটারে পোস্ট করে বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (৩ জানুয়ারি) ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

টুইট বার্তায় ভিডিওটি পোস্ট করে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেন, 'উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের নির্যাতন।' কিন্তু ভিডিওটি ভারতের না হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ইমরান।

টুইটারে করা পোস্টটি, ছবি: গালফ নিউজ

অল্প সময়ের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে প্রায় ১৯ হাজার টুইট বিনিময় হয়। অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট ও মেমে দিয়ে ইমরান খানকে নিয়ে মজা করেন।

সমালোচনার মুখে পড়ে পোস্টটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এই ঘটনায় ইমরানের সমালোচনা করে উত্তর প্রদেশের পুলিশ তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় জানায়, এটি উত্তর প্রদেশের ঘটনা নয়। ২০১৩ সালে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা কর্মীদের সঙ্গে হেফাজতে ইসলাম কর্মীদের সহিংসতার ভিডিও এটি।

আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার আরেক টুইট বার্তায় বলেন, ভুয়া খবর টুইট করে ধরা পড়েছে ইমরান। মুছে ফেলুন এটি। তিনি আবার বলেন, মুছে ফেলেন এটি।

এ সম্পর্কিত আরও খবর