ট্রাম্পের হুমকি যুদ্ধাপরাধ : অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 21:13:12

কাসিম সোলাইমানিকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্য উত্তাল হয়ে উঠেছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার যে হুমকি দিয়েছেন, তাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাদুটি হামলার ঘোষণা থেকে বের হয়ে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

কাসিম সোলাইমানি নিহত হলে আমেরিকাকে ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয়। পাল্টা হামলার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৫২টি স্থাপনায় হামলার ঘোষণা দিয়ে টুইট করেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আমেরিকার এখন আইনের প্রতি সম্মান প্রদর্শনের ঘোষণা দেওয়া উচিৎ।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইরানে ট্রাম্পের হামলার হুমকি যদি বাস্তবায়ন হয় তবে, তা হবে মারাত্মক যুদ্ধাপরাধ।

এ সম্পর্কিত আরও খবর