জন্মশহর কেরমানে সমাহিত হবেন সোলাইমানি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 03:34:56

মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলাইমানির দাফন সম্পন্ন হবে আজ। নিজ শহর কেরমানে সোলাইমানি সমাহিত হবেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে কেরমান বিমানবন্দরে সোলাইমানির মরদেহ এসে পৌঁছায়।

প্রিয় নেতাকে বিদায় জানাতে কেরমানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। এই জনসমুদ্রে পদদলিত হয়ে অন্তত ৩৫ জন নিহত হন।

কাশিমের মরদেহবাহী গাড়িতে ছুঁয়ে দেওয়াকে জনতা সৌভাগ্য মনে করছেন। কেউ কেউ কালো কাপড় ছুঁয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

তিনি ওসিয়তনামায় লিখে গেছেন, তাকে যেন তার জন্মস্থান কেরমানের কবরস্থানে নিজের এক সহযোদ্ধার পাশে দাফন করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হয় ইরানের জেনারেল কাসিম সোলাইমানি। হত্যার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: সোলাইমানির জানাজায় কাঁদলেন খামেনি

কাসিমকে হত্যার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন, কাসিমকে হত্যার পেছনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তার এমন বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত চার হাজার মার্কিন সেনা মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এ সম্পর্কিত আরও খবর