নির্ভয়া-কাণ্ডে ৪ আসামির ফাঁসি ২২ জানুয়ারি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:58:02

ভারতের নির্ভয়া-কাণ্ডে অভিযুক্ত ৪ আসামির ২২ জানুয়ারি ফাঁসি কার্যকরের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারতের হাইকোর্ট এ আদেশ দেন। হাইকোর্ট আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলকে দোষীদের ফাঁসি কার্যকর করতে বলেছেন।

তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ আসামি- মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় সিংকে এই রায় শোনান বিচারপতি সতীশ অরোরা।

এদিকে রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। তিনি জানান, এত দিনের লড়াই সার্থক হল। আমার মেয়ে এত দিনে বিচার পেল। দেশের সব নির্যাতিতার পরিবারের কাছে এটি আনন্দের দিন। এই রায় দেশের বিচার ব্যবস্থার ওপর আরও আস্থা বাড়ালো।

উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী নির্ভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও অত্যাচার করা হয়। গুরুতর আহত অবস্থায় ১৩ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান নির্ভয়া।

এ সম্পর্কিত আরও খবর