আত্মরক্ষার্থে হামলা: ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 10:22:48

আত্মরক্ষার জন্য ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তার মাধ্যমে তিনি এ কথা জানান।

টুইট বার্তায় তিনি বলেন, ইরান জাতিসংঘ সনদের ৫১তম অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ তারা আমাদের নাগরিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কাপুরুষোচিত সশস্ত্র আক্রমণ চালিয়েছে।

জাভেদ জারিফ আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করবো।

এর আগে মঙ্গলবার গভীর রাতে ইরাকের দুটি মার্কিন প্লেন ঘাঁটিতে একডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির রেভল্যুশনারি গার্ড আইন আল-আসাদ ও ইরবিল প্লেন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর