তেহরানের ইউক্রেনের বোয়িং-৭৩৭ বিধ্বস্ত হয়েছে। বোয়িংটিতে ১৮০ জন যাত্রী ও ক্রু ছিলো।
বুধবার (৮ জানুয়ারি) ইরানের স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।
ইরানি স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বোয়িং ৭৩৭-৮০০ রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে বিধ্বস্ত হয়।
ফ্লাইটরার্ডার২৪ এর তথ্য অনুযায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন ফ্লাইট ৭৫২ বোয়িংটি তেহরানের স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে উড্ডয়ন করে। প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের বোরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিলো।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম আইএসএনএ প্লেনটির বিস্ফোরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। প্লেনটির অভ্যন্তরীণ টেকনিক্যালজনিত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইএসএনএ।
তবে হতাহতের বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ইরানের বিমান পরিবহন সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ তেহরানে সাংবাদিকদের বলেন, প্লেন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পরেই জাতীয় বিমান চলাচল বিভাগের একটি তদন্ত দল দুর্ঘটনা স্থলে পাঠানো হয়েছে। পরবর্তী সময় বিস্তারিত জানানো হবে।
نخستین ویدئو از سقوط هواپیمای اوکراینی اطراف شهریار pic.twitter.com/M3bZiLLryQ
— خبرگزاری ایسنا (@isna_farsi) January 8, 2020