তেহরানে প্লেন দুর্ঘটনায় সব আরোহী নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 23:11:49

তেহরানে ইউক্রেনের বোয়িং ৭৩৭ প্লেন দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভগামী বোয়িং ৭৩৭ প্লেনের সকল যাত্রী নিহত হয়েছেন। প্লেনটিতে ১৭০ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। প্লেনটির অভ্যন্তরীণ টেকনিক্যালজনিত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।

এদিকে সকল যাত্রীর মৃত্যুর বিষয়টি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। 

নিহতের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডিয়ান, ১১ জন ইউক্রেনের, ১০ সুইডিশ, চার আফগান ও তিনজন জার্মানির নাগরিক বলে জানিয়েছে বিবিসি।

এ বিষয়ে ইরানের জরুরি সেবার প্রধান পির হোসেন কৌলিভান্দ বলেন, প্লেনটির আগুন এত বেশি ছিলো যে আমরা কোনও উদ্ধার করতে পারিনি। ঘটনাস্থলে আমাদের ২২টি অ্যাম্বুলেন্স, চারটি বাস অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার রয়েছে।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার ম্যাপের ছবি, ছবি: বিবিসি

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে বিমানটি বিধ্বস্ত হয়। ইরানি স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বোয়িং ৭৩৭-৮০০ রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।

এয়ার ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরার্ডার২৪ এর তথ্য মতে, বিধ্বস্ত হওয়া বিমানটি ফ্লাইট পিএস ৭৫২ এবং কিয়েভে যাচ্ছিলো ও বিমানটি তিন বছরের পুরনো ছিলো।

আরও পড়ুন: তেহরানে ১৮০ জন যাত্রী নিয়ে প্লেন বিধ্বস্ত

এ সম্পর্কিত আরও খবর