সংবিধানের বিধি লঙ্ঘন করেছে নাগরিকত্ব আইন: অমর্ত্য সেন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 00:45:28

ভারতের নাগরিকত্ব আইন (সিএএ) সাংবিধানিক বিধি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেন, সিএএ যে আইন পাশ করা হয়েছে তাকে অসাংবিধানিক বলে বাতিল করা উচিত হাইকোর্টের। মৌলিক অধিকারের সঙ্গে ধর্মীয় অনুভূতিকে এক করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।

বুধবার (৮ জানুয়ারি) ভারতের ব্যাঙ্গালোরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

একজন মানুষ কোথায় জন্মগ্রহণ করেছে সেটি মুখ্য নয়, সে কোথায় বাস করে সেটিই বিবেচ্য বিষয়। এই আইনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার দেওয়ায় এটি নিয়ে সমালোচনা হচ্ছে। আইনের ক্ষেত্রে এরকম বৈষম্যমূলক আচরণ কখনই গ্রহণযোগ্য নয়।

২০১৯ সালের ১১ ডিসেম্বরে ভারতের সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এই বিল পাস হওয়ার পর ভারত জুড়ে শুরু হয় বিক্ষোভ মিছিল। কারণ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরকিত্ব দেবার জন্যই এই বিল বলে উল্লেখ করা হয়। অন্যভাবে বললে, ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলোর অমুসলিম অভিবাসীদের সহজে ভারতীয় নাগরিকত্ব দেবার জন্য এই বিল করা হয়। এই বিলটিতে মুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সরাসরি নাকোচ করে তীব্র সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদী। এরই জেরে ভারত জুরে আন্দোলন ও বিক্ষোভে ২১ জন নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর