যুক্তরাষ্ট্র আশ্রয় না দেওয়ায় মেক্সিকান নাগরিকের আত্মহত্যা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:20:16

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় আশ্রয় প্রত্যাশী এক মেক্সিকান নাগরিক আত্মহত্যা করেছেন। বুধবার (৮ জানুয়ারি) মেক্সিকোর সীমান্তবর্তী শহর রেয়নোসায় এই ঘটনা ঘটে।

মেক্সিকোর দুই নিরাপত্তা বাহিনীর সদস্যর বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

তবে নিহতের পরিচয় সম্পর্কে এখনো কোনো কিছু যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেক্সিকান নিরাপত্তা বাহিনীর সদস্য রয়টার্সকে জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমানার একটি ব্রিজের উপর লোকটি নিজের গলা কেটে আত্মহত্যা করে। লোকটি মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রত্যাশী ছিলো।

নিরাপত্তা বাহিনীর ওই সদস্য আরও জানায়, আন্তর্জাতিক সীমান্তের মেক্সিকোর দিকের অংশে লোকটি আত্মহত্যা করে।

তবে এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেল।

এ সম্পর্কিত আরও খবর