জেএনইউ শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:16:17

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার প্রতিবাদে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধা দিয়েছে দিল্লির পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভারতের স্থানীয় সময় বিকালে মিছিলটি রাষ্ট্রপতির ভবনের দিকে যেতে থাকে।

এদিকে মিছিলটিতে বাধা দিয়ে প্রতিবাদকৃত শিক্ষার্থীদের আটক করে বাসে ও ভ্যানে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এসময় আহত হন কয়েকজন শিক্ষার্থী।

আরও পড়ুন: জেএনইউতে হামলাকারীদের পরিচয় মিলছে!

জেএনইউ বাদেও এ প্রতিবাদ মিছিলে অংশ নেয় আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষকসহ দেশটির সুশীল সমাজের লোকজনও এতে অংশ নেয়। এতে নেতৃত্ব দেয় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। ওই সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের দাবি করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি করেন।

প্রসঙ্গত, জেএনইউতে রোববার হামলা চালায় মুখোশধারী একদল দুর্বৃত্ত। এ সময় ৩০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক আহত হন। এছাড়া দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়টির আসবাবপত্রও ভাঙচুর করে। আর এই হামলার জন্য বিজেপি সমর্থিত ছাত্র সংগঠনকে দায়ী করে বাম দল।

এদিকে পরে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হলেও তাদেরকে পুলিশ গ্রেফতার না করায় বিক্ষুব্ধ হতে থাকে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জেএনইউতে ছাত্র-শিক্ষকদের ওপর মুখোশধারীদের হামলা

এ সম্পর্কিত আরও খবর