ট্রাম্পকে অভিশংসনে আগামী সপ্তাহে সিনেটে পেলোসির প্রস্তাব

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 16:18:08

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে সিনেটে প্রক্রিয়া শুরু করতে আগামী সপ্তাহে আইনগত উদ্যোগ নেবেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। শুক্রবার (১০ জানুয়ারি) ডেমোক্রেট পার্টির শীর্ষ নেতা পেলোসি এ ঘোষণা দেন।

পেলোসি এক বিবৃতিতে বলেন, ‘সিনেটে অভিশংসন সংক্রান্ত অনুচ্ছেদ পাঠানোর জন্য একটি প্রস্তাব (প্রতিনিধি পরিষদে) আনতে আমি বিচারবিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরি নাডলেরকে বলেছি।’

এর আগে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদ গত ১৮ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে রায় দেয়। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প।

প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আধিপত্য থাকায় অভিশংসন প্রস্তাব সহজে পাস হয়। ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত বিলটি পাস হতে হবে। তবে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্টকে অভিশংসন করতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন। ১০০টি আসনের মধ্যে রিপাবলিকানদের হাতে রয়েছে ৫৩টি।

এ সম্পর্কিত আরও খবর