ইরান ইস্যুতে পুতিন-ম্যাক্রোঁ’র ফোনালাপ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-15 13:21:27

ইরানের চলমান পরিস্থিতি ও পরমাণু ইস্যুতে কথা আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার (১২ জানুয়ারি) ফোনালাপে তারা ইরানকে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানান।

রোববার রাতে ক্রেমলিন বিবৃতিতে জানায়, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে চেষ্টা চালাতে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন ও  ম্যাক্রোঁ।

ফোনালাপে সিরিয়া পরিস্থিতি এবং ইউক্রেনে শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন তারা।

ইরানের জেনারেল কাসিম সোলাইমানি হত্যার পর থেকে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা চলছে। ইরান ও আমেরিকার মধ্যকার পারমাণবিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

এ সম্পর্কিত আরও খবর