২২ জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া-কাণ্ডে ৪ আসামির

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:46:27

ভারতের নির্ভয়া-কাণ্ডে অভিযুক্ত ৪ আসামির ২২ জানুয়ারি ফাঁসি হচ্ছে না বলে জানিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দিল্লি সরকার হাইকোর্টকে জানিয়েছে, আসামিদের মধ্যে একজন ফাঁসি মকুবের আবেদন করেছেন। এজন্য চার আসামি- বিনয় শর্মা, মুকেশ কুমার, অক্ষয় কুমার সিংহ এবং পবন গুপ্তের ২২ জানুয়ারি যে ফাঁসি নির্ধারিত হয়েছিল সেটির কার্যকর হবে না। 

মঙ্গলবার এ মামলার অন্যতম আসামি মুকেশ ফাঁসি মওকুফের আবেদন করেন। তা প্রত্যাখান হওয়ার পর কোনও অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ১৪ দিনের নোটিশ দেয়ার বিধান রয়েছে।

তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়মের অধীনে মৃত্যু পরোয়ানা কার্যকর করার আগে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা করার আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আর সরকারি আইনজীবী রাহুল মেহরা জানান, রাষ্ট্রপতি যদি আসামির প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখান করে দেন তারপরেই মৃত্যুদণ্ড চূড়ান্ত হবে।

আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আসামির আবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে ২২ জানুয়ারি চার আসামির কারও মৃত্যুদণ্ড দেয়া যাবে না।

এর আগে ৭ জানুয়ারি ভারতের হাইকোর্ট ২২ জানুয়ারি ফাঁসি কার্যকরের আদেশ দেন।

উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী নির্ভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও অত্যাচার করা হয়। গুরুতর আহত অবস্থায় ১৩ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান নির্ভয়া।

আরও পড়ুন-নির্ভয়া-কাণ্ডে ৪ আসামির ফাঁসি ২২ জানুয়ারি

এ সম্পর্কিত আরও খবর