দেশের জনসংখ্যা বৃদ্ধি ও জন্মহার বাড়াতে নতুন নীতির ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। বুধবার (১৫ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন তিনি।
পার্লামেন্টে তিনি বলেন, নতুন মায়েদের জন্য রাষ্ট্রীয় অর্থায়নের অঙ্গীকার করার আগেই জন্মের হার আবার হ্রাস পেয়েছে। তাই পরবর্তী চার বছরের মধ্যে গড় জন্মহার ১.৫ শতাংশ থেকে ১.৭ শতাংশে নিতে হবে।
গত বছর জন্মহার বৃদ্ধির জন্য বড় পরিবারের ট্যাক্স কমিয়ে দেন পুতিন।
এখন অবধি কেবল মাত্র দুই বাচ্চার পরিবারগুলোকে অর্থ দিয়ে সাহায্য করতো রাশিয়া সরকার। আর এই ব্যবস্থায় নিম্ন-আয়ের পরিবারগুলোর সন্তান যাদের বয়স ৩-৭ এর মধ্যে তাদের জন্য প্রথম চার বছরের ফ্রি শিক্ষা ব্যবস্থা এবং স্কুলে খাবার দেওয়া হত।
বর্তমানে রাশিয়ার জন্মহার ১.৪৮ শতাংশ। আর দেশটিতে চার সন্তানের মায়েদের ট্যাক্স দিতে হয়না।
পূর্ব ইউরোপের অনেক দেশই জন্মহার নিয়ে লড়াই করছে। বর্তমানে ইউরোপের জন্মহার ১.৫৯ শতাংশ।
এদিকে জন্ম হার বৃদ্ধি করার জন্য গত সপ্তাহে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সন্তানহীন দম্পতিদের বিনামূল্যে আইভিএফ (ইন-ভিট্রোফার্টিলাইজেশন) চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
১৯৯০ সালের পর নাটকীয়ভাবে কমে যায় রাশিয়ার জন্মহার। আর ১৯৯৯ সালে দেশটির জন্মহার ১.১৬ শতাংশে গিয়ে দাঁড়ায়। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বনিম্ন। বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যা ১৪৭ মিলিয়ন।